ভালোবাসা
- রফিকুল ইসলাম রফিক
মেঘবালিকার রূপে আসক্ত সুরুজ
মনে এলো প্রেম প্রেম খেলা
অভিসারে কাটাতে তাই সুখময় বেলা
সুর্যদেবের প্রবেশ রূপবতী বালিকার ঘরে
ভালোবাসা এ কী খেলা করে!
আসি বলে ঘর থেকে বের হয়ে মেঘবালিকা
এঁটে দেয় বাহির থেকে ঘরের কপাট
আকাশের শরীর বেয়ে নেমে আসে এ'মাটির গায়
পৃথিবীর ছোঁয়া ভালোবাসে
কান্নারত মৃত্তিকার তামাটে সবুজেরা হাসে
আসলে বুঝা ভারী দায়
মনের সকল আবেগ ভালোবাসা
কোনভাবে কতটুকু- কে কারে জানায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।