ফিরিয়ে দিওনা আমায়
- আরিফুল হক দ্বীপ
আর একবার আসবো কেবল তোমার সুখের সাম্রাজ্যে,
আর একবার প্রজা বেশে
'রাণী চিনতে পারো কি আমায়?'
একদিন ছিলাম অবুঝ শিশু নাটাই ঘুড়ির পিছু পিছু
ছিলাম একদিন দুরন্ত ঝড়;
তোমার পরিপাটি ঘরে ঢুকেছি অবাধ
তছনছ করেছি আসবাবপত্র,বিছানা বালিশ-
তুমি সামান্যতম করোনিকো প্রতিবাদ।
শুধু উদার নম্র চঞ্চুতে-
মেখে দিয়েছিলে অবারিত সমুদ্র ভালোবাসা।
আজ আর একবার কেবল আসবো
আর একবার ব্যস্ত রবো
তোমার অনবদ্য রঙ্গিন সেই চুম্বনে
আজ পিপাসা মিটাবো-
তোমার অসমাপ্ত ভালোবাসার আগুনে পুড়াবো নিজেকে
ফিরিয়ে দিওনাকো আমায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।