তোমার আগমনে
- আরিফুল হক দ্বীপ
ট্রেনের মধ্যে গাদাগাদি,
তার উপর চৈত্র্যের খাঁ খাঁ রৌদ্রের দুপুর
নিঃশ্বাস নিতে আমি ব্যর্থ মুমূর্ষের মতো।
ট্রেন এসে ভিড়ালো স্টেশনে
হঠাৎ সতেজ হাওয়া হয়ে দাঁড়ালে
আমার জানালার পাশে।
চোখ থেকে আমার নিমিষেই হারালো
ক্লান্তির তিক্ত অনুভব।
এবার যেন দুর্ধর্ষ খরায়-
দেখি নেমেছে শীতল নরম বর্ষণ,নিয়ে এলে
তুমি মেঘমালা,হিমালয় থেকে ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।