তোমায় পেলে
- আরিফুল হক দ্বীপ
তুমি নাচো বলে যাই তোমার কাছে
দেখি আলো তোমাতে,ছুটি তাই পিছে।
হাসি দেখে দেখি চাঁদ রাত্রির বুকে
কি কথা বলে যাও প্রিয়া ঠোঁটে ও মুখে।
মল বাজে পায়,হাতে বাজে কাঁকন
রাতভর দেখে চলি ও কার স্বপন।
তুমি ডাকো বলে যাই তোমার কাছে
ভালোবাসা পেতে তোমার ছুটি তাই পিছে।
কান পেতে শোনে দেখো বলে কি যে হৃদয়
পেলে তোমায় জগৎ আমার পরিপূর্ণ হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।