করতলে তোমার
- আরিফুল হক দ্বীপ
করতলে তোমার আমার এ মরুভূমির ধূলি ভরা পথ
হতে পারে মসৃণ সমতল প্রান্তর।
চৈত্র্যখরায় তৃষিত বুক পেতে পারে
স্নিগ্ধ কোন জলাশয়;
করতলে তোমার মধ্য তটিনীর বক্ষে ওঠা ভয়ংকর টাইফুন
হয়ে যেতে পারে নিস্তরঙ্গ নিষ্প্রাণ বাতাসে।
দাবানলে ঝলসে যাওয়া হরিৎ বনভূমি
সাজতে পারে আবারো দারুণ ফাল্গুনে।
১৩/৮/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।