এমন হাওয়ায়
- আরিফুল হক দ্বীপ
এমন হাওয়ায় আজ ডুবে যাবো আমি তোমার অলক অরণ্যে
কেউ পাবে না আমায়
রাতের তিমির
দুর্বোধ্য ছন্দহীন কবিতার জগৎ
কেউ পাবে না আমায়।
এখানে পাবো অন্ধকার ছিঁড়ে আসা চাঁদের চুম্বন
মৃগনাভির ঘ্রাণ,ফুলে ফুলে খেলে বন।
এখানেই পাবো চিরসবুজ
স্বপ্ন দেখার দুচোখ আমার,ব্যর্থতাহীন আলোর দেশ।
৭/৯/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।