স্বপ্নে
- আরিফুল হক দ্বীপ
স্বপ্নে তোমার নূপুর হই,তোমার পায়ের হই প্রেমিক
হেঁটে যাও সোনার দুপুরে,রিনঝিন সুরে-
হাসি আমি ফিকফিক।
স্বপ্নে তোমার চুড়ি হই,বাজি ওই সোনার হাতে
নাচিয়ে নাচিয়ে আমায় তুমি মাতালে সন্ধ্যা প্রাতে।
স্বপ্নে তোমার শাড়ি হই,ছুঁয়ে থাকি সারা গায়,
উড়ে বাতাসে আঁচল আমার,সমস্তদিন গন্ধ পাই।
স্বপ্নে তোমার মালা হই,তোমার গলের হই প্রিয়সাথী
ভালোবেসে যাই তোমায় আমি,এই স্বপ্নের রাতি।
স্বপ্নে তোমার নথ হই,তোমার নাকের হই স্বজন,
হও তুমি সুন্দর আরো,ভরে এ আমার মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।