আগে হও মানুষ
- আরিফুল হক দ্বীপ

তোমরা একা একা এইভাবে পারতেকি কোনদিন
দাঁড়াতে মাথা উঁচু করে?
আমরাইতো তোমাদের গড়ে তুলি
ইট সিমেন্টের শক্ত ইমারতে
ঘুমোবার স্থায়ী আসন করে দিই-
এই আমরা,
যারা খেটে খাই,দিনমজুর-
নুন আনতে পান্তা ফুরায় যাদের,
ঘর নেই,খোলা আকাশের নিচে ঘুমাই
কুকুর শেয়ালের উৎপাত সয়ে
তবুও শত বিঘ্ন উতরিয়ে যাই-
ভোটের বাক্সে ভোট দিয়ে
তোমাদের সংসদের অধিপতি বানাই।
দেশ চিনে,চেনে বিশ্ব এরপর তোমাদের।
আর আমরা তেমনি জীর্ণ শীর্ণ বস্ত্রে
বাসি আঁস্তাকুড়ে খেয়েই কাটিয়ে যাই দিন,
চাইনিতো কোনদিন তোমাদের
থালায় একবেলা ভাত খেতে,
ভাঙ্গা ঘরে সিমেন্ট সুরকির
ঢালাই,দালান কিংবা শীতাতপনিয়ন্ত্রিত জীবন,
চাইতো কেবল একটুকু শান্তি,
সংসারের মানুষগুলো নিয়ে বেঁচে
থাকতে কোনরকম মাথা গুঁজে,
এই অধিকারটুকুও আমাদের করবে হরণ?
ছি,ছি,এই তোমাদের মনুষ্যত্ব?
এরপর তোমরা আমাদেরই পেটাও
তোমাদের পোষা কুত্তাগুলো
পুলিশের পোশাক পরিধান করে আছে লেলিয়ে
দাও আমাদের ঠ্যাঙ ভেঙ্গে দিতে।
কি প্রতিশ্রুতি তোমাদের
ভোটের জন্য ভিক্ষে মাগো
অথচ চিনতে পারো না হে মুখোশধারী,
হে অমানুষ-
আগে হও মানুষ,তারপর ভোট চাও।।
১/৭/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।