দেখা-অদেখা
- পথিক সুজন
দেখা-অদেখা
---
--------সুজন হোসাইন
---
মনটা অনেক শক্ত করে বেঁধেই
পণ করেছি যে;তোমায় আর
দেখবো না----
নীল পৃথিবীর ধূসর নক্ষত্রের
ঘূর্ণয়নের আবর্তনে যে সময়
ব্যবধান রেখে গ্রহ-গ্রহান্তরের
বলয় অক্ষ পথে ঢের দেখা-
অদেখার নীল জোছনার আলোক
বিচ্ছুরণ ঘটেছে ।
ভোরের কুহেলিকা নিশ্চিত মরণ
জেনেও তো সূর্যকে আমন্ত্রণ জানায়
অন্ধকারের পথে শুভ আলোক ছটা
ছড়িয়ে জন্ম-জন্মান্তর ফিরে আসতে
চায় সাতটি সাগরের পৃথিবীতে ।
বিস্তৃত সময়কে প্রণয় বাঁধনে সেবা
করে অন্ধকার অন্তরের হৃদে রঙিন
গোধূলী লগনে শত বার
তোমাকে দেখেছি -----
সন্ধ্যার নদীর মতন;ঝরা কুয়াশার
পালকের মতন চিনেছি তোমায়
দেখা-অদেখা সময়ের ব্যবধানে
মনের মৃত সাঁকোই ।
---
01/07/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।