তুমি এবং পতিতা
- আরিফুল হক দ্বীপ

তুমি ভালোবাসো নি বলে
যাই রোজ নিষিদ্ধ নগরীতে।
তবু ওরা নয় তোমার মতো
ছলনাময়ী, কিছু দিলে-
ফেরাবে কখনো খালি হাতে।
অথচ তোমার কাছে
অজস্র প্রেমপুষ্প
বিলিয়ে দিয়েও আজ
নিঃস্ব হতে হলো আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।