যেখানে সুখ
- আরিফুল হক দ্বীপ
উড়ু উড়ু মন
তোর চায়
কোন্ বন?
ফুলে ফুলে
খেলতে সখাতে
মনতো উন্মন।
নদী জলে
ডানা কেটে
ভাবলি উদাসে
কে তোর
হলো মন চোর
দুষ্টু হাসি হেসে।
মা বকে
ভাই বকে
কাঁপেনা তোর বুক,
বাজায় বাঁশি
পরানপাখি
যাস ছুটে তুই
বাড়িঘর থুই
যেখানে তোর সুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।