সেইসব ভালোবাসায়
- আরিফুল হক দ্বীপ

এসো আমরা বাতাসের ভেতর সস্তা প্রেমের
লেনদেনে দেই ছুটি,
খুঁজি রঙ্গিন খাম
পোস্টঅফিসে নেই খবর
এসো কাগজে সাজাই ভালোবাসা মালা।
সমস্ত রাত্রি ভেবে
কালি ফুরোব,হারিকেনে ফুরোবে তেল
তবু রয়ে যাবে অসমাপ্ত চিঠি।
জানতে চাইবে আমার না বলা কথামালা
পাঠাবো তোমায় সেইসব অস্ফুট শব্দগুলো,
তুমি হাসবে পড়ে অথবা
ভাববে বসে একা বিছানায়।
আমার ভাঙ্গবে ঘুম নিত্য সকালে
দাঁড়িয়ে আছে পিয়ন
রঙ্গিন খামের নতুন একটি চিঠিতে
চারদিক যবে রবে নীরবতায়
ভাঁজ খুলবো তার রোমাঞ্চের হাতে।
এসো ফিরে যাই সেইসব দিনে
চলো হারাই দুজনে সেইসব ভালোবাসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।