আজ রাতে
- আরিফুল হক দ্বীপ
দেখো বৃষ্টি হয়,
চলোনা কাঁথার ভেতর ডুবে যাই আজ রাতে
গান হোক,আর হোক কবিতা।
তোমার ভেতর আমি আর আমার ভেতর তুমি।
ডুবে যাই আনন্দে আহ্লাদে-
পরিপাটি শয্যায় আসুকনা খানিক বান।
গুছিয়ো কাল,হোক না আজ সমস্ত বেসামাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।