মর্গ
- আরিফুল হক দ্বীপ

এখানে যে লাশগুলো এলো এই দুপুরে
এরা কেউ এমন নিথর ছিলো না।
শ্বাসপ্রশ্বাসহীন,মর্গের টেবিলে-
আজ মৃত গুটিকয়েক মানুষ।
ওদের শরীরে এমন দুর্গন্ধ ছড়ানো
ছিলো না কখনো,
বাসি ফুলের মতন নিষ্প্রাণ।
ওরা কারো ভাই ছিলো কিংবা কারো
বউ,পুত্র কন্যা-
স্বপ্ন ছিলো ওদের,নিয়তির করাল গ্রাসে
পড়ে আছে আজ মর্গের টেবিলে,
সামান্য আঘাতে যাদের নিউরন
উঠতো কেঁপে,ডোমের চাকুতে ফালাফালা
হলেও এখানে কারো
কোন চিৎকার
আতঙ্কের অনুভূতি নেই। কারণ আজ ওরা মৃত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।