স্বপ্নচারিণী
- আরিফুল হক দ্বীপ

স্বপ্নে আসো তুমি,তোমাকে যায় না দেখা
হে স্বপ্নচারিণী,
ঘরে আমার দেখি আলো
অজস্র নক্ষত্র,
হাস্নাহেনা,রজনীগন্ধ্যা বকুল
সব ফুটেছে,এত সুগন্ধ পাইনি কোথাও
ও রাণী।
তুমি স্বপ্নে আসো,তোমায় ছুঁতে পারি না
কোন্ আড়ালে হেসে হেসে
তুমি কেবল ডাকো আমায়,
আমার মনের গহীনে বেড়ে ওঠা-
শান্ত ডালপালাগুলোকে সহসাই অস্থির করে
তোলো,এখানে ওখানে ছুটি,তোমায় পাই না
কেবল হাসো।
শুনি তোমার কঙ্কন আর নূপুরের হৃদয়হারিণী
ঝংকার,হেঁটে হেঁটে যবে চলে যাও ভোরে-

স্বপ্নেই তবে এসো
হাজার বছর
এমনি করে আমায় দুষ্টু ভালোবেসো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।