অনুরোধ
- আরিফুল হক দ্বীপ
প্রিয়তমা,পরো না নীল শাড়িটা শরীরে তোমার
নম্র চাঁদের হাতটায়-
কাচের ওই রঙ্গিন চুড়িগুলো তোমার
নাওনাকো জড়িয়ে একটিবার।
এই শেষ বিকেলে মেখে ফাগুনের নিঃশ্বাস
এলোমেলো বাতাস
মত্ত ঢেউ নৃত্য ব্রম্মপুত্রের তীর ঘেঁষে,
তারপর-
খেয়ার উদাস ডানায় কিছুক্ষণ,
ও পাড়ের সবুজ ভরা ঘাসের প্রান্তরে বসে
মুখোমুখি দুজন নিষ্পলক অনুভবে হারাই-
তুমি আমি কত কাছাকাছি।
মাটি যেমন আঁকড়ে রেখেছে কত যতনে ঘাস,
যেমন করে ভ্রমর আশ্রয় চায়
ফুলের ভেতর
নিবিড় আলিঙ্গনে এসে অমৃত লুটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।