সেদিন হয়ে যাবো দেবদাস
- আরিফুল হক দ্বীপ
যদি বৈশাখী রাতে কোন এক কালবৈশাখী ঝড়ে
আক্রান্ত হই দুজনে,
যদি দৈবাৎ একটা বৃক্ষের ডাল
ঝড়ো বেগে এসে দুজনের এই হাতের আলিঙ্গনকে করে ছিন্ন
অন্ধকারে দুজনে আক্রান্ত,নিঃশ্বাসটুক যেন মৃত।
বিজলীর আলোতে আগের মতন কেউ কাউকে দেখি না,
যদি এমন হয় ঝড়ের পাখনায় ধরে তুমি করো পলায়ন।
একা এইখানে শুধু পড়ে থাকি আমি,
সেদিন মনে করো যদি ফিরে আসে-
সেই অন্ধকার,কালবৈশাখীর ঝড় তোমায় নিয়ে যায় উড়ে
তখন একা আমি কি করবো বলো?
এমন নিঃসঙ্গতায়-
মৃত্যুকে তখন ভালোবাসবো প্রিয়ার মতো,দেবদাস হয়ে যাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।