অপেক্ষার দীর্ঘতা
- আরিফুল হক দ্বীপ

প্রিয়তমা,কুয়াশা ছিলোকি খুব কাল উঠোনে?
ডুবেছিলো চাঁদ মেঘের আঁচলে
দেখতে পারো নি পথ,অন্ধকারের চাদর মোড়ানো।
হৃদয়ে আমার বিষন্নতার নদী তুলে সুর
ঘুম আসে নি কাল।
দুচোখে অশ্রু খেলে গেছে ঢেউ,
কাল সে রাত কত দীর্ঘ ছিলো জানো?
কত যুগ দেখা হয় না তোমার মুখ যেন,
হয়নাকো লেনদেন আমাদের ভালোবাসার সুবচন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।