নর্তকীর জীবন
- আরিফুল হক দ্বীপ

নর্তকীর পায়ে আছে জাদু
কোমরে
বুকে
রাঙ্গা ঠোঁটের হাসিতে
চুড়িভরা হাতে আছে-
পরিপাটি জাদু।
শরীরের ভাঁজে ভাঁজে তার
দেহলোভীদের কামুক দৃষ্টি;
হাসে
অঙ্গুলী নিক্ষেপে দেয় গালি
নেচে যায় তবু নর্তকী।
তার শরীরের
প্রতিটি ডালপালা পত্রপল্লব
ফুল ফল লড়াই করে-
এক মুঠো ভাতের জন্য।
বৃন্ত থেকে যবে খসে পড়বে ফল
পত্রপল্লব ঝরে যাবে শীতের-
নিষ্ঠুরতার মতন,
আর আছে কি মূল্য?
ভাতের জন্য নেই আর কোথাও ঠাঁই।
সভ্য সমাজ আড়ালে আবডালে
হেসে হেসে হয় খুন-
'নেড়ী কুত্তীটা যায় কই?'...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।