খাও
- আরিফুল হক দ্বীপ
শোন এক ডাক্তার
ঘিলু নাই মাথায় তার।
রোগী এলো এক,
করলো তারে চেক।
প্রেসক্রিপশান দিল তার
রোগী প্রশ্ন করে,'কি খাবো স্যার?'
ডাক্তার এবার হাসেন
নেড়ে নেড়ে হাত রোগীরে বলেন,
হরেক রকমের খাবার আছে,
খাও খাও যা পাও কাছে।'
ঝাল খাও,মাল খাও
ফুল খাও,দুল খাও
মল খাও,বল খাও
হাড় খাও,মার খাও
ভূরি খাও,ঝুরি খাও
মশা খাও,ঘষা খাও
রোদ খাও,সুদ খাও
ঘোড়া খাও,ফোঁড়া খাও
ইছা খাও,বিছা খাও
শুটকীর মাথা খাও।
যা পাও তা খাও
খাও খাও খাও-
রোগীতো উঠে তেঁতে
এ কোন্ পাগলরে?
ঠাস করে মারে চড়
ডাক্তারের গালেতে।
হেসে হেসে রোগী কয়,'
তুমি এবার চড় খাও।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।