বিনিময়
- আরিফুল হক দ্বীপ

শীতের রোদ্দুর দিবে আমায় দিও,
তোমায় দেবো বসন্তের অজস্র ফুল প্রিয়।

চাঁদের জোছনায় গান গাইবে গেয়ো,
ভালোবাসার অকূল পাথার আমার কাছে চেয়ো।

আঁচলে রাখবে বেঁধে রেখো যতনে,
তোমায় আমি রাখবো চিরকাল মনে।

আমায় তুমি দেবে অঘ্রাণের সোনালী ধান,
দেহ থেকে বের করে দেবো তোমায় মোর প্রিয় প্রাণ।

আমার আঁধারে রোশনাই হবে আলো দিও
তোমার পায়ের শিশির হবো আমায় মাড়িয়ো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।