তোমাতে আশ্রয়
- আরিফুল হক দ্বীপ
কোথায় মাথা গুঁজবো বলো?
আমের বন,জামের বন
নাকি ঝাউবন?
দেখি আমি মায়াময়ী তোমার
গোলাপী স্তন।
সূর্যমুখী জামার ভিতর
ভেসে ওঠে লাজুক দুটো দ্বীপ
যেন পাই শতবর্ষ পর-
দিশাহীন থেকে সমুদ্রে কোন
নূতন আশ্রয়।
দ্বিধা করলে না,নেই কোন সংশয়
বললাম,পাই নি ভালোবাসা,
কেউ ছিলো না আমার
কোন নারী।
কি এক দুঃসহ অন্ধকার গুহায়
বিপর্যস্ত ছিলো নিঃশ্বাস এতদিন।
আজ অমাবশ্যার হলো অবসান-
ডেকে নিলে তুমি
ঢেকে দিলে ভালোবাসার মখমল
চাদরে,কি নিগূঢ় উৎসাহে-
ক্লান্ত দেউলিয়াটিকে দিলে তোমাতে
আশ্রয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।