তুমি রবে ধ্রুবতারার মত
- অরুণ কারফা

তুমি রবে ধ্রুবতারার মত

সারা নিশীথে সাথে

সবারেযেপথদেখাবে

ঝঞ্ঝাতে গহন রাতে

আমি রব সূর্যমুখী সমপ্রস্ফুটিত বাগে

প্রত্যুষ থেকে সাঁঝে সূর্যকে দিশা দর্শাতে।



তুমি উজ্জ্বল রবে আঁধারকে

করে তরল

বিদ্যুৎ রেখার মত বক্র নয়

বরং সরল

আমি রাখব উন্নত ও স্থির আমার শির

পথ পরিক্রমায় তপন যাতে হয় সফল।



তুমি রবে তমার মাঝে

উজ্জ্বল অমা-রানি

পথ দর্শীয়ে সকলের তরে

প্রিয়দর্শিনী

আমি রব সারাটি দিবসের রাজা সহজ সোজা

আদিত্য সম দীপ্ত জনেরে দিয়ে হাতছানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।