যাবোই ওইখানে তুমি কে?
- আরিফুল হক দ্বীপ
তুমি যদি হৃদয়ে আমার অগ্নিশিখা জ্বালিয়ে
দিয়ে শুতে পারো নিশ্চিন্তে এখন অন্য কারো কোলে
চুমু খেতে পারো ভোরে,রাত্তিরে
কারো ঠোঁট ভেজাতে পারো ভালোবেসে
সেই তুমি নিষেধ করো কেমনে-
যেওনাকো ওইখানে,অসভ্য জগৎ
নষ্ট মেয়েলোকের ঘর,মদ,গাঁজা, ছিঃ,-
মন্দ বলবে লোকে কিংবা কঠিন রোগ বেঁধে যেতে পারে-
তোমার কিসের অধিকার আছে আজ বলো
নিষেধ করার,আমার ভালো মন্দর উপর?
তুমি সুখে থেকো,সমাজের চোখে ভালো সেজে,
আমি না হই পুড়ি শ্বশানের চিতায়,
রোগে পচে মরি এই বেশ্যাপল্লীতে,
ঘৃণা করুক সবাই,তুমিও করো,-
তবু যেন আমার ভালো চাইতে এসে অমন লক্ষী মেয়ে সেজো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।