উপহার তোমার
- আরিফুল হক দ্বীপ
এত কাছে এলে হাত বাড়ালেই ছোঁয়া যায়
কাঁপা কাঁপা ঠোঁট,
লজ্জা চোখের ভাষায়।
অথচ একটুও হলো না ছোঁয়া তোমায়।
তোমার নরম হাত
নীল শাড়ির আঁচল,
চলে গেলে তুমি,বসলে রঙ্গিন গাড়িটায়।
তারপর ধূলি ছিটিয়ে এই রাস্তায়-
মুহূর্তেই হলে অগোচর আমার।
কেবল এখানে রইলো পড়ে বাতাসে বাতাসে
সুগন্ধ তোমার গায়ের।
আমি সেই উপহার টুকু সঙ্গী করে
একা একা হেঁটে চলি রেললাইনটার ধারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।