রাজাকার
- আরিফুল হক দ্বীপ

রাজাকার-
নেই নেই তোদের রেহাই আর।
জেগেছে তরুণ
বুকে জ্বলছে লেলিহান আগুন।
ফাঁসির দড়িতে মটকাবো তোদের ঘাড়।
তোরাতো ধর্ষক,
আমার বোন কেঁদেছে,মা পায় নি ক্ষমা
তোরাতো একাত্তরের শকুন
ঠুকরে ঠুকরে খেয়েছিস আমার পিতার লাশ
অজস্র শহীদের তাজা খুন।
এবার হবে বিচার,
গর্জে উঠেছে শাহবাগ
জেগে উঠেছে সুকান্তের বাংলাদেশ-
'মাথা নোয়াবার নয়।'
রক্ত দেবো;
বায়ান্নে দিয়েছি,দিয়েছি একাত্তরে
কিসের ভয়?কিসের ভয়?
রাজাকার-
মশাল নিয়েছি হাতে এবার,মেতেছি শ্লোগানে
এবার হবে জয়,হবেই এবার।

ফেব্রুয়ারি/2013


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।