শাহবাগ'১৩
- আরিফুল হক দ্বীপ

শাহবাগ আজ উত্তাল,
জেগেছে তরুণ
চেতনায় মেলে ধরেছে বায়ান্ন একাত্তর,
কেঁপে উঠে আজ প্রতিবাদে,শ্লোগানে-
প্রজন্ম চত্বর।

আজ ওরা এসেছে ফাঁসির দাবি নিয়ে
যাদের শরীরে সেদিন ছিলো
বুনো হায়েনাদের রক্ত,
বাড়িঘর,হাটবাজার যেদিন আগুনের
উন্মাদনায় দেখে কোন নরক।
যেদিন হেসেছিলো বনের শকুন দেখে
চারদিকে অজস্র লাশের সারি।
লুটপাট করেছে ওরা,
বোনকে ধরে নিয়ে গেছে,
অনেক মিনতি করেছিলো মা,ভিক্ষে-
চেয়েছিলো বাঁচাতে সম্ভ্রম।
করুণা হয় নি নর রাক্ষসদের;
আজ ওদের ফাঁসির দাবি নিয়ে
নেমেছে শাহবাগে গণ মানুষের ঢল,
মশালে শ্লোগানে কেঁপে ওঠে প্রজন্ম চত্বর।

ফেব্রুয়ারি/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।