এখন এইতো মুহূর্ত
- আরিফুল হক দ্বীপ

নাটাই ঘুড়ি উড়োনোর সেই দিন শেষ বন্ধু,
আর নাই বউছি,কানামাছি খেলার মধুময়-
সেই মুহূর্ত,
ফুলের দিনের পদ্যগুলোর হয়েছে আজ ছুটি
বজ্ররাতের বিভীষিকাময় গদ্যগুলো মেরেছে খুঁটি।
এখন এইতো মুহূর্ত।
আলোর স্নিগ্ধতা, মুক্তোকপোতের বাসনা
আজ বড় অর্থহীন
চলে গেছে অতিদূর প্রান্তে;চৈত্র্য-খরা পর্বতের
বুকে বিচরণ-এখন এইতো মুহূর্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।