মেঘ আর রোদ্দুর
- আরিফুল হক দ্বীপ
মেঘ আর রোদ্দুর
এই দুটা চোর,
সারাদিন সারাবেলা
করলরে কি খেলা।
মেঘ ভরে আকাশ
এলোমেলো বাতাস।
সরে যায় মেঘ দূরে,
রোদ এসে বসে জুড়ে।
ঝর ঝর বৃষ্টি নামে
ঝড়ো হাওয়ার শীতল-
খামে।
গরুগুলো আসে ছুটে,
বনে সজীব ফুল ফোটে।
ঘুচে ফের মেঘের ঘোর,
এলো এবার রোদ চোর।
ঝলমল কমলা রোদ,
হাটে মাঠে সুখের বোধ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।