আমার ইচ্ছা নাই তোমার কাছে যাই
- অরুণ কারফা
আমার ইচ্ছা নাই তোমার কাছে যাই
রিক্ত হাতে, আর প্রীতি শুভেচ্ছা জানাই
ফিরিয়ে দাও যাতে, তুমিও খালি হাতে
কোন এক অমল বিমল শুভ্র প্রাতে।
কারণ আমি জানি, আর যারা নিয়ত
যায় তোমার কাছে ফেরেনা কেউই তো
তৃপ্ত চিত্তে। খালি হাতে তাই রুষ্ট হয়ে
আসে ফিরে, কষ্ট পেয়ে তোমারেও দিয়ে ।
আমি আবারো জানি বড়ই অভিমানী
তোমায় সত্তা যার কাছে থাকতে ঋণী
মোটেই বিব্রত নই, তাই ঠিক জেনো
সইব তার জন্য সব অপমানও।
ভেবে দেখ এ হচ্ছে মায়ার খেলা তাই
প্রেম নিবেদনে কার্পণ্য করতে নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।