তুমি এসো বালিকা
- আরিফুল হক দ্বীপ

শুনতে পাই তোমার গান,শুনি তোমার কন্ঠস্বর
বনের ভেতর
পাহাড়ের কোল ঘেঁষে
ঝর্ণার পাশে।
শুনতে পাই নূপুরের ঝংকার,নৃত্যে মত্ত ভর দুপুরে
সবুজ ঘাসের 'পরে
ঘাসে ঘাসে
ফুলবনে হেসে হেসে।
তুমি এসো বালিকা নয়ন সম্মুখে মোর
দেখি তোমায়-
আমার ভেতর বাহির অন্তরের উদারতায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।