হাইকু (৭১-৯০)
- কাজী ফাতেমা ছবি

17 May at 22:33
হাইকু (৭১-৯০)
৭১।
অকারণেই
মন হাসে উল্লাসে
হারায় খেই।

৭২।
কেনো অযথা
ভাসবো অথৈ দু:খে
হৃদয়ে ব্যথা!

৭৩।
আমার সুখ
আমি নিজেই খুঁজি
বিদায়ে দুখ।

৭৪।
রাখিনা ধরে
দু:খের কোনো স্মৃতি
সুখের তরে।

৭৫।
কষ্ট পোকারে
পায়ে মাড়িয়ে চলি
দেই ধোঁকারে।

৭৬।
দেখি সুন্দর
সুন্দরে গড়ি নীড়
সুখ বন্দর।

৭৭।
অনেক কষ্ট
পুষে রাখলে মনে
জীবন নষ্ট।

৭৮।
উপড়ে ফেলি
নষ্ট শিকড় যত
এগিয়ে চলি।

৭৯।
ভয়ংকরে
সুন্দর খুঁজে আনি
স্বয়ং ধরে।

৮০।
দু:খের সাথি
আমি নই, জ্বলে যে
সুখের বাতি।

৮১।
ভালবাসি যে
মানুষ, মানুষের
সুখ হাসি যে।

৮২।
ঘৃণায় মুখ
ফিরায়ে নেই, যারা
খারাপ লোক।

৮৩।
টাকা থাকলে
সুখ আসবে, ভুল
স্বপ্ন আঁকলে।

৮৫।
কুৎসা যারা
রটায় শুধু, মন্দ
লোক তো তারা।

৮৬।
কষ্টকে থুড়ি
মেরে কুঁড়াতে পারো
সুখের নুড়ি।

৮৭।
কষ্ট বিলাসী
হতে চাই না আর
দুখ বিনাশি।

৮৮।
দু:খের নদী
সাঁতরে হই পার
যে নিরবধি।

৮৯।
জীবন বাঁকে
ছুঁতে পারেনা কভু
দু:খ আমাকে।

৯০।
রাগ জবাই
করে দিয়ে থাকুক
ভাল সবাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।