আঁখি
- আশরাফুন নাহার ২৬-০৪-২০২৪

আঁখিতে কাজল কার কথা কয় ?
কার নাম ধরে কাঁদে আঁখির জল ?
তার কি একবারও মনে পড়ে না
সেই আঁখিতে রাখিতে আঁখি সজল,

জল যায় জোছনায়
স্নান করে বর্ষায়
একটুকু চিরকুটে হৃদয়ে ঢল
কেন নামে।
কার নামে ?
আঁখিতে জল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।