রাতাণুকাব্য ২
- দন্তস্য সিফাত ২৬-০৪-২০২৪

নিষ্ঠুরতার রোদ উঠেছে অযত্নে থাকা বারান্দাতে,
কাউয়া ভেজা হয়ে দেখি তোমার হাত কুকুরের হাতে;
শিয়াল-হরিণ এক হয়েছে, ভিজছে দুজন একই ঘাটে
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায় রাতদুপুরের বজ্রপাতে ।
বালিশের কাছে নালিশ রাখছি, আদুরে ঘুম তোমার খাটে
সেকেন্ড মিনিট হচ্ছে খুন পঁচিশ পারসেন্ট সরকারী ভ্যাটে !!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।