গন্ধ
- আরিফুল হক দ্বীপ
কতদিন ধরে
এখন আর যাই না ফুলের দোকানে-
বাগানের বুকে মৌসুম এসে যায়
হাস্নাহেনা বকুল
ঝরে পড়ে শুকিয়ে গন্ধ অচেনায়।
কতদিন ধরে তুমি নেই
মনে নেই
কাছে আসার সেই গন্ধ তোমার।
১০জুলাই/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।