কাক ও মানুষ
- আরিফুল হক দ্বীপ

শত্রুর আঘাতে যেই কাকটা লুটিয়ে পড়ে
এই জনবিরল মাঠে
ছুটে আসে
কা কা রবে কাছে দূরের অসংখ্য
কাককুল প্রতিবাদ করে বুক উঁচিয়ে
পরুয়া করে না বুলেট,নেই ভয়
রক্তের-নয় কেউ ওরা স্বার্থপর।
আর আমরা মানুষ,
রাজপথে নিরাপরাধ যেই লোকটার
ক্ষতবিক্ষত দেহটা আছে পড়ে
রক্তের দাগ লেপে আছে পিচে।
কেউ আসে না,ত্রস্তপদে হেঁটে যায়
ঢুকে পড়ে ঘরে,সে স্বজাতির
লাশ ঘিরে হয় নাকো
মিছিল শ্লোগানে কেঁপে ওঠে না
মাটি,আমাদের সবার ভয়-
এরেস্ট হওয়ার ভয়,
বুলেটের ভয়
রক্তের ভয়,
কাকের মতো নই,মানুষ বড় স্বার্থপর।

১০জুলাই/২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।