জাদুর বালিশ
- আরিফুল হক দ্বীপ
জাদুর দেবতা,
একটা জাদুর বালিশ দেবে?
ঘুমোবে আমার প্রিয়তমা
কত রাত নেই তার চোখে ঘুম,
কত রাত করে গেছে প্রেমের তালাশ
নিঃশব্দে করেছে হা-হুতাশ।
প্লাবিত হয়েছে চোখের কোটর।
কত সয়েছে শাসনের রুক্ষ কথন,
কতবার কেঁদেছে তাই মলিন বন।
ফুরিয়ে গিয়েছিলো সেই মুক্তোঝরা হাসি,
সুনসান নীরবতা মাঠে-
বাজে নি রাখালের বাঁশি।
সে আজ ঘুমোবে এ রাতে,
জাগাবো না কাল প্রাতে।
যে ক্লান্তি বিসর্জন আমার তরে
তারে দিই আজ স্বর্গ-নিদ দুচোখ ভরে।
জাদুর দেবতা,
একটা জাদুর বালিশ দাও,
ঘুমুক আমার প্রিয়তমা
..............শান্তির পরশ মাখাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।