ঐশ্বরী
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

রূপের ঐশ্বরী দেবী
প্রাণ ভোলাও গো দেবী
হে দেবী
তব রূপের যে আর্চনা
শেষ করিনু তব বন্দনা
যা যায় শেষ চিঠি প্রাণে
শুনি তব ডাক এ প্রাণে
আজ মোরে গুণ্ঠণি নাও
শুনিলে দেবী
কহিলে
হে মোর গুণকীর্তনকারী
পথে পথে মোর শূন্য আচরি
যা তুই খুঁজি দূর অন্দর গগণ পেরিয়া
শান্তির বাণী খুঁজ তুই ? আমারে ছাড়িয়া ।
কহিলুম
দেবী
কোথা হে দেবী
মোর প্রাণ বন্দনা যে তব বন্দনা
মোর পরে যে আর্শীবাদ তা যা শুনা
মিলিলে এ মোর জানাশুনা
মিলিবে এ দিনের সে মানা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।