বহুকাল ধরে চেনা
- আরিফুল হক দ্বীপ
প্রতিরাতে মশারি টানিয়ে শুলে মনে হয়
অন্ধকারে দাঁড়িয়ে কেউ,
কোন এক রমনীর অতি চেনা নিঃশ্বাস
মশারি গলে-
চেনা কোন মমতার হাত আমার কপলে।
এলোমেলো তার চুল মুখের উপর
দিয়ে যায় যেন স্নেহের বিশাল সমুদ্দুর।
দখিনা হাওয়ায় যবে কাঁপে মশারি
মনে হয়,
হাত পাখায় করে যাচ্ছে বাতাস বিনিদ্র সে রমনী
আমার সব ঘাম,ক্লান্তি হতাশার দৈন্যতা-
নিচ্ছে শুষে।
তারে আমি চিনি,তারে আমি চিনি বহুকাল ধরে।
(মাকে নিয়ে লেখা)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।