ও নূপুর
- আরিফুল হক দ্বীপ
ভেবোনা তুমি,
ভাবছো বিয়েটা থেমে যাবে আমাদের,
হয়োনা তুমি অবুঝবালিকা।
নগন্য এই যৌতুকের পোকা,
নষ্ট করে দিয়েছে আমাদের সমাজ
উর্বর মাথাদের।
ধিক্কার জানিয়ে এসেছি আমি ওদের
নিজের পায়ে দাঁড়াবার প্রত্যয়ে
এখন কূল ভিটেহারা এক সৈনিক
যুদ্ধ করি তোমার জন্যে,আমাদের আসন্ন
প্রজন্মের জন্যে-ভেবো না নূপুর,
সিঁথিতে তোমার দেবো নিশ্চয়ই একদিন
পড়িয়ে রাঙ্গা সিঁদুর।
ভেবো না লক্ষী প্রিয়তমা।
তোমার ভাইদের বলো যেন ওই জমিটা
না করে বিক্রি,
জানতো ফরমালিনে ভরে গেছে দেশটা,
তরতাজা সব মৌসুমী সবজি হবে
তোমাদের ক্ষেতে,
আর তুলে দেবে আমার পাতে-
সকালের নাশ্তায় রাতের খাবারে।
আর তোমাদের ওই সবলদেহী গাইটাও খাক
ঘাস চরে,লতাপাতা,না বেচে যেন হাটে,
বাতাসে পাচ্ছিযে ক্ষির পায়েসের ঘ্রাণ।
সবরিকলায় দুধ,
আহা ছাড়তে পারবো না বুঝি শশুরবাড়ী।
ইন্টারভিউ হয়েছে বেশ,
এ মাস গেলে তবেই পেয়ে যাবো চাকরির লেটার।
তুমি ভেবো না একদম,
বাজবেই সানাই আমাদের দেখো,কে আছে বাঁধা দেবার?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।