অচেনা মুখ
- পথিক সুজন

অচেনা মুখ
---
-------সুজন হোসাইন
---
হেমন্ত রাত্রির বিবর্ণ পথে পথে
চুপি চুপি ডুবে যায় জোছনা ।
পৃথিবীর শেষে যেখানে মিশে আছে
মৃত্তিকার বুকের জমাট রক্তের ঘ্রাণ---
স্নায়ুর আঁধারে আজ ও হয়তো সেখানে
কেঁপে ওঠে
রক্তিম সূর্যে চকিত হিজলের বনে অচেনা
একটি মুখ ।
---
11/07/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।