দেয়াল
- আরিফুল হক দ্বীপ

আকাশে ডাকে মেঘ
নীল উঠোনে তার কৃষ্ণরেখা-
জামরুল বনে হয়েছিলো দেখা।
নীল শাড়িতে নীলাঞ্জনা,
যেন আহা কতো যুগের চেনা।
রাঙ্গা ঠোঁট গলে সেই মুক্তোঝরা হাসি,
বাতাসে পাতার নাচনে
হৃদয়ে বেজেছিলো বাঁশি।

তবু,তবু কতটুকু ক্ষণ তুমি ছিলে
মোর চোখের করিডোরে?
মধ্যিখানে দেয়াল হয়ে এসেছিলো কেউ
মধ্যযুবার হাত,
তখন প্রকৃতির মতই সন্ধ্যা ভীড়ে
মনের ইস্টিশনে আমার,
পাখনা ঝাপটে চিলেরা ছুটছিলো আপন নীড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।