দম্ভ
- আরিফুল হক দ্বীপ
তুমি এতো পরিপাটি যেন এখন,
শিশিরে ধোয়া ঘাস।
যেন ছুঁলে একটু,দম্ভে-
চপেটাঘাত করতে ভুলবে না আমায়।
তবু জানি অতটুকু শুচি তুমি নও,
কেউতো ছিলো কাল রাতে-
শয্যাসঙ্গী তোমার,
যে ঠোঁটের এতো গর্ব করো
গিলেছিলো তার স্বাদ চুম্বনে তোমায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।