অন্য পৃথিবী
- আরিফুল হক দ্বীপ

ফিসফিস করে স্যু কোট পড়ুয়া
ওই বাবু
জানতে চায়,-
'বেশ্যাপাড়াটা কোন দিগে মিঞা?'
রিক্সার ড্রাইভার তারে হাত ইশারায়-
দেখিয়ে দেয় সরু রাস্তাটা।
'ওই দিগে স্যার'-
বাবু গেলে ভিতরে,
গুটি কয়েক নরক মেয়েরা
তাকে ঘিরে ধরে।
'চলেন সাব আমার ঘরে।'
বাবুর স্থির চক্ষু দুটো সম্মুখ-ঘরের
ওই সাজসজ্জাহীন রমনীর উপর।
'কি হলো কি হলো ওর?
কাঁদছে কেন ওই মহিলা?'
বেশ্যামেয়েরা খিলখিল করে ওঠে হেসে
তাচ্ছিল্য ভরে কয়,-
'মাগীর ছেলে মরছে তাই'-


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।