বাসর
- আরিফুল হক দ্বীপ
হে তন্বী,সুদর্শনা কোথায় ছিলে এতদিন?
কোন্ গৃহের অন্ধকারে শুয়ে-
ভেবেছিলে কার কথা?
পায়ের নূপুরে
হাতের কাঁকনে
বেজে ওঠতো কি ধ্বনি
মনের মানুষ কে তোমার?
সেই আম কাঁঠালের চিরচেনা গাঁও ছাড়িয়ে-
কান্না রেখে সেই সুদূরে
এলে তারপর অচেনা লোকের ঘরে।
ছবিতে হয় কি কথা প্রণয়ের?
এত কাছে আজ নিঃশ্বাস,
তবু যেন লজ্জা সারা গায়-
খুলবে কে মুখ ভাবতে ভাবতেই
কেটে যায় দুজনার বাসর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।