দুঃসহ জীবন
- আরিফুল হক দ্বীপ

আমার এ জীবন দুঃসহ লাগে
এই এবড়ো থেবড়ো পথে
বানে বর্ষায় জুবুথুবু হয়ে
আর কতদিন যায় চলা?
দিন বুঝি না,রাত বুঝি না
জোছনা রোদ্দুরের রূপ কেমন
তাও বুঝি না।
আকাশ চিনি না,বাতাস চিনি না
নদীর মোহনা;
পাহাড়ের মিনারে সাদা মেঘেদের জগৎ
তাও অচেনা।
এ কেমন জীবন?
নিজের প্রতি নিজের বড় ঘৃণা হয়,
বড় দুঃসহ লাগে এ জীবন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।