ভূত
- সৌম্যকান্তি চক্রবর্তী

রাতবিরেতে থাকলে একা -
তাদের নাকি যায় গো দেখা ..
ছায়া ছায়া আলোছায়ায় ..
কে যেন গো চলে যায় ...

রাতদুপুরে হঠাত্ করে ..
রান্নাঘরে বাসন পড়ে !
আনমনে যদি থাকো তবে
তাদের হাসি শুনতে পাবে ...

নিঝুম রাতে বাঁশবাগানে ...
সাদা কাপড় কিংবা থানে !
দেখবে যেতে বন্ধু তাদের ..
তাকিও না আর তাদের পানে !

ঘাড় মটকে দিতে পারে ...
কিংবা দিতে পারে দান !
এখন সবাই পেয়ে গেছে ..
ভুতের রাজার বরের প্রমাণ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।