নতুন পুরনো
- আরিফুল হক দ্বীপ
নতুন জিনিস কোনটা আছে
........................পুরনো হয় না একদিন?
চোক্ষে যা দেখি নতুন
........................ক্ষয়ে যায়তা হয় কোনদিন।
নতুন আছে আজকে যেই
........................প্রাসাদ;ইট সিমেন্টে খাসা,
শতবর্ষ পর হয়তো ধরবে
........................তাতে ভাঙ্গন,শ্যওলা রবে ঠাসা।
নতুন খড়ে তৈরি ছাউনি
........................গরীব ঘর লাগে নতুন,
ক্ষণিক সময় প্রবাহে যেন
.........................তাতেও ধরে পচা,ঘুন।
এইযে দেখি নতুন জাহাজ,
.........................প্লেন,নতুন গাড়ি ট্রেন?
একদিন সেতো হবে অকেজো
.........................কেউকি তাতে চড়বেন?
দেখি নতুন রাস্তা,পথ
..........................কত সুন্দর রয়েছে আঁকা,
একদিন তার ক্ষয় হবে বুক
..........................যাবে না এমন দেখা।
নতুন শস্য মাঠে মাঠে
..........................পূর্ণ হয়ে উঠে,
সময় গেলে হয় তাও পুরনো
...........................বিরান মাঠ ফোটে।
তেমনি নতুন শিশু ধরায়
............................খেলতে আসে কিছুদিন,
তারপর হয় সেও পুরনো
.............................বাজে যবে মৃত্যুবীণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।