আষাঢ়
- আরিফুল হক দ্বীপ
আষাঢ় এলো,চারদিকে ঘন কাজল ছায়ার রূপ,
তৃষিতের তপ্ত বুক জুড়াতে নামলো পল্লীধারায়।
রৌদ্র দগ্ধ আকাশ ভেঙ্গে আষাঢ়ের বাণী শোনায়,
মাঠের খাঁ খাঁ দেহে কাটে অবিরাম আর্তনাদ সুর,
আষাঢ় এলো বৃষ্টির রিমঝিম ছন্দের বাজে নূপুর।
কিষাণের মুখে সুখের হাসি,ধান উঠেছে সবে গোলায়,
নিঃশ্বাস ফেলে বরষা,ঘাম ঝরানো ক্লান্তির বিদায়।
আষাঢ় এলো কুমারীর তপ্ত জ্বালা গায়ে লাগাতে দুল।
মাঠ প্রান্তর একাকার,বন্ধুর পথ নাই কোথাও তিল,
যেদিকেতে পড়ে নয়নরেখা,সেখানেই জল থৈ থৈ।
আষাঢ়ের এ পথচলা বহুকাল ধরে রেখে চলেছে মিল,
মিশেছে পাখির মনে গভীরেতে,কাননে যেন তাই।
রূপ তার নিয়েছে কেড়ে যুবতীর চিবুকের তিল,
আষাঢ়ে জানিয়েছি স্বাগত,বারবার এসো মোর এমন সই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।