বিচার
- আবু নাছের জুয়েল

বিচার
কখনো রাজাকার কিংবা দেশদ্রোহীর জন্য
কখনো উগ্রবাদী জঙ্গী সংগঠনগুলোর
কখনো নাস্তিকতার বিরুদ্ধে ৷

বিচার
কখনো বিশ্বজিৎ এর হত্যার ধরুন
কখনো জননিরাপত্তার খাতিরে
কখনো বাঁচার তাগিদে ৷

বিচার
কখনো মুক্তিযোদ্ধার যথাযথ সম্মানের দাবিতে
কখনো ছোট শিশু রাজনের অার্তচিৎকার থামাতে
কখনো মানব অধিকার নিশ্চিয়তা কল্পে ৷

আমরা বিচার চাই বারেবারে
প্রতিবাদে প্রতিবারে
তবু নাহি থামে অত্যাচার
এ জাতি শুধু বিচার চায় বারেবার ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।